Contact Form

Name

Email *

Message *

Saturday, June 22, 2024

অনগ্রসর জনগোষ্টীর শিশু কিশোরদের শিক্ষার আলো পৌছিয়ে দিতে কাজ করছে ব্রিজিং জেনারেশন মানবিক সংস্থা।

অনগ্রসর জনগোষ্টীর শিশু কিশোরদের শিক্ষার আলো পৌছিয়ে দিতে কাজ করছে ব্রিজিং জেনারেশন মানবিক সংস্থা। 




অদ্য ২২/০৬/২০২৪খ্রী: শনিবার খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলাধীন বাইন্যাছোলা গ্রামে বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে মানবিক কল্যাণ মুলক সংস্থা #ব্রিজিং_জেনারেশন এর উদ্যোগে প্রয়াত সমীরণ বড়ুয়া মেমোরিয়াল প্রভাতী বিদ্যালয় শুভ উদ্ভোধন করা হয়। 

ব্রিজিং জেনারেশন পক্ষে- পরম শ্রদ্ধেয় শ্রদ্ধানন্দ মহাথের, ভদন্ত নিরুদ্ধানন্দ ভিক্ষু সহ উক্ত সংগঠনের রুপক বড়ুয়া ও রিপন বড়ুয়া উপস্থিত ছিলেন। 

প্রয়াত বাবু সমীরণ বড়ুয়ার স্মৃতি হিসেবে তার নামে উক্ত প্রভাতী বিদ্যালয়টি নামকরণ করা হয়। বিদ্যালয়টি নাম রাখা হয়- সমীরণ বড়ুয়া মেমোরিয়াল প্রভাতী বিদ্যালয়। 

প্রয়াত সমীরণ বড়ুয়ার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ছোট ভাই বাবু রনজিত কুমার বড়ুয়া ও তার ভাইপো ইদেন বড়ুয়া।

এছাড়াও বিদ্যালয়টি যেই বিহারে শুভ উদ্ভোধন করা হয় ঐ বিহারের ভদন্ত সুবর্ণ ভিক্ষু সহ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৌছড়ি পাড়া আদর্শ বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারধ্যক্ষ ভদন্ত ধর্মপাল থেরো প্রমূখ।

স্থানীয় প্রতিনিধি হিসেবে বিহারের সভাপতি বাবু সু্র্যসেন চাকমা, সহকারী শিক্ষক বাবু সমরজ্যোতি চাকমা, বাবু বসু চাকমা, বাবু নিশান চাকমা, সমাজসেবক বাবু সুরেশ চাকমা ও বাবু লক্ষীধন চাকমা। আরো উপস্থিত ছিলেন যুব সভাপতি বাবু সুজন চাকমা সহ বাবু রিপন চাকমা ও শিক্ষার্থীর অবিভাবকবৃন্দ।

এর আগে সকাল ১১ টায় ভিক্ষু সংঘকে পিন্ডুদান করা হয় এরপর উক্ত প্রতিষ্টানের নিবাসীদের উন্নত খাবার পরিবেশন করা হয়। উক্ত আয়োজন ব্রিজিং জেনারেশন যাবতীয় খরচ বহণ করে। পরে দাতাগণের প্রতি সুখ শান্তি কামনা করা হয়।


0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।