Contact Form

Name

Email *

Message *

Friday, December 13, 2024

পূজনীয় বিমলতিষ্য স্থবির ভান্তের মহাস্থবির বরণোৎসব- 2024খ্রিঃ । পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ- মাটিরাংগা শাখা। খাগড়াছড়ি পার্বত্য জেলা।

ভদন্ত বিমলতিষ্য স্থবির ভান্তের “মহাস্থবির” বরণোৎসবে গভীর শ্রদ্ধাভিনন্দন


অদ্য- 13/12/2024খ্রি: 2568 বুদ্ধাব্দ, শুক্রবার পূর্ব খেদাছড়া জনকল্যাণ বুদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ মাটিরাংগা শাখার ভিক্ষু সংঘের সভাপতি সর্বজন শ্রদ্ধেয়, গুণী সাংঘিক ব্যক্তিত্ব পূজণীয় বিমলতিষ্য স্থবির “মহাস্থবির” বরণোৎসবে জানাই গভীর শ্রদ্ধা ও ভান্তের দীর্ঘায়ূ কামনায় পূণ্যদান করি। 

 

পূজণীয় বিমলতিষ্য মহাস্থবির ভান্তের গৃহী নাম শ্রী কৃঞ্চরাম চাকমা ও পিতা মৃত্যঞ্জয় চাকমা। তিনি 05/03/2005 খ্রি: 2548 বুদ্ধাব্দ তারিখে রঞ্জনমুণি পাড়া জয়মঙ্গল বুদ্ধ বিহারে উপসম্পদা লাভ করেন। তার উপাধ্যায় ছিলেন পরম পূজ্য চাইন্দা চারা মহাথের, অধ্যক্ষ দেওয়ান পাড়া বুদ্ধ বিহার।  তিনি দীর্ঘ  সময় মাটিরাংগা শাখার ভিক্ষু সংঘের সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। 

 

বর্তমানে পূজনীয় বিমলতিষ্য মহাস্থবির খেদাছড়া জনকল্যাণ বুদ্ধ বিহারে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন সহ সংঘের গুরু দায়িত্ব হিসেবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। পরিশেষে, ভান্তের নীরোগ দীর্ঘাযূ কামনা করি ও পুণ্য দান করি, তিনি যেন আমাদের মাঝে দীর্ঘ জীবন বেচে থাকেন। 

 

শ্রদ্ধায় অবনত- ভদন্ত সুবর্ণ ভিক্ষু, অধ্যক্ষ, বাইন্যাছোলা মৈত্রী বুদ্ধ বিহার, বাইন্যাছোলা,লক্ষীছড়ি, খাগড়াছড়ি। 

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ মাটিরাংগা শাখা

1. ভদন্ত বিমলতিষ্য মহাথের- সভাপতি।

2. ভদন্ত ধর্মপাল থের- সহ সভাপতি।

3. ভদন্ত নন্দপাল থের- সাধারণ সম্পাদক।

4. ভদন্ত কুশলপ্রীতি থের- অর্থ সম্পাদক।





Related Posts:

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।