Contact Form

Name

Email *

Message *

Thursday, November 13, 2025

পূর্ণজ্যোতি শিশু সদনের নিবাসীদের দৈনিক ভরণ-পোষনের মুহুর্তের চিত্র

পূর্ণজ্যোতি শিশু সদনের আবাসিক নিবাসীদের ভরণ-পোষনের মুহুর্ত চিত্র ২০২৫



খাগড়াছড়ি পার্বত্যজেলাধীন লক্ষীছড়ি উপজেলার একটিমাত্র নিবন্ধিত প্রতিষ্টান (এতিমখানা)। ১৯৯৮ খ্রীঃ বৌদ্ধ ভিক্ষু ভদন্ত শ্রদ্ধাতিষ্য থের উক্ত প্রতিষ্টান গড়ে তোলেন। পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্টীকে শিক্ষার আলোতে উদ্ভাসিত করার মানসে এই প্রতিষ্টান সমাজের স্বেচ্চাশ্রমের মাধ্যমে গড়ে তোলা হয়। 

বর্তমানে এই শিশু সদনে যথারীতি ৬০ (ষাট) জন আবাসিক নিবাসী অবস্থান করেন। শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারী রয়েছেন ১১ জন। 

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।