Contact Form

Name

Email *

Message *

Thursday, December 23, 2021

তথাগত বুদ্ধের শাসন কথা

 নমো তস্স ভগবতো অরহতো সম্ম সম্বুদ্ধস্স




হে আমার প্রিয় শিষ্য সারিপুত্র! 

      সারিপুত্র,  হে ভগবান বলে সম্বোধন করলে তথাগত ভগবান বললেন! হে সারিপুত্রঃ আমার বুদ্ধের শাসন সেদিন শেষ হবে, যেদিন আমার দেহ ধাতু স্বর্গ, দেবলোক, ব্রম্মালোক ও মনুষ্যলোক হতে একত্রিত হয়ে বুদ্ধ গয়ায় বোধিবৃক্ষ মুলে নিমিত্ত বুদ্ধ ধারন করবে এবং সেখান থেকে গন্ধবমার্দন পর্বতে উড়ে গিয়ে  মাঝ বরাবর স্থির হয়ে জ্যোতি বের হতে থাকবে। সেই জ্যোতিতে সমস্থ  চক্রবাল আলোকিত হবে। তখন দেব ব্রম্মাগন বুঝতে পারবেন, আজিই ভগবান বুদ্ধের শাসন বিলুপ্তি হতে চলেছে। সারারাত ব্যাপী ভগবান বুদ্ধ শেষ ধর্মদেশনা করবেন। তাই চক্রবালের সমস্থ দেব ব্রম্মগন ভগবান বুদ্ধকে শেষ দর্শন ও ধর্ম দেশনা শুনার জন্য উপস্থিত হবেন এবং ঐ ধর্ম দেশনা শুনে এক লক্ষ কোটি দেবগন মার্গফল লাভ সহ নিবার্ণ দর্শন করবেন( সাধু সাধু সাধু)। কিন্তু ভগবান বললেন, হে সারিপুত্র! দুর্ভাগা এই- সেখানে কোন মানুষ পৌছাতে পারবেনা। তারা শুধু বুদ্ধের জ্যোতিতে আলোকিত এই মহাবিশ্বের  তামাশা দেখবে আর বলবে কেন আজ পৃথিবী এমন দেখাচ্ছে। 

ভগবান আরো বললেন, হে সারিপুত্র! তখনো কিন্তু দুএক জন ধর্মপ্রাণ মানুষ থাকবে। তারাও জানবে- আমরা দাদু, দাদীদের কাছ থেকে এমন কথা শুনেছি। নিশ্চয় এই মহাব্রম্মান্ধ পাপে নিমজ্জিত হতে চলেছে। মনে রাখবে তখনি ধর্মহীন এক বুদ্ধ শুন্য কল্প আরম্ব হবে। সেই সময়ে মানুষ পশুর মত আচরনে লিপ্ত হবে। দুর্বলেরা সবলের হাতে অত্যাচারিত হবে। এভাবে  কল্পান্তর পরে পৃথিবী ধংস হবে এবং পাপীগন  সরাসরি নরকে পতিত হবে।

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।