Contact Form

Name

Email *

Message *

Wednesday, July 27, 2022

ভারতীয় সংঘরাজ পণ্ডিত ধর্মাধার মহাথেরকে স্মরণ —————————————————————- আজ তাঁর ১২১তম জন্ম বার্ষিকী।

ভারতীয় সংঘরাজ পণ্ডিত ধর্মাধার মহাথেরকে স্মরণ করছি।



আজ তাঁর ১২১তম জন্ম বার্ষিকী। এ ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম ২৭ জুলাই ১৯০১খ্রি. চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামে । পিতা হরচন্দ্র বড়ুয়া ও মাতা প্রাণেশ্বরী দেবী। তিনি ১৯১৪ খ্রি. ২৬ জুন পিতার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে ধর্মকথিক মহাস্থবিরের নিকট প্রব্রজ্যা গ্রহণ করেন। প্রব্রজ্যা গ্রহণের পর হতেই অনেক জনহিতকর প্রতিষ্ঠান এবং ভিক্ষু সংঘের সাথে সংশ্লিষ্ট থেকে সমাজের প্রভূত কল্যাণ সাধন , অধ্যয়ন এবং অধ্যাপনা এই মহাপণ্ডিত জ্ঞানতাপসের জীবনের ব্রত ছিল। তিনি ১৯৬৫খ্রি. থেকে দীর্ঘ কয়েক বৎসর ধরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি ভারতের রাষ্ট্রপতি পদক প্রাপ্ত। তাঁর লিখিত অনুবাদিত বই-ধম্মপদ( সমূল বঙ্গানুবাদ), মধ্যম নিকায় (দ্বিতীয় খণ্ড), বৌদ্ধ দর্শন, শাসনবংশ, সদ্ধর্মের পুনরুত্থান, মিলিন্দ প্রশ্ন, অধিমাস বিনিশ্চয়, বর্ষাবাস বিভ্রাট, বুদ্ধের ধর্ম ও দর্শন ইত্যাদি। শতাধিক গবেষণামূলক প্রবন্ধের রচয়িতা।

পণ্ডিত ধর্মাধারের নিরলস সাধনা , শাস্ত্রচর্চা ও বহুমূখী কর্মধারা বৌদ্ধধর্ম ও সংস্কৃতিকে সমৃদ্ধতর করেছে। 

এ মহাপণ্ডিতকে আজকের দিনে স্মরণ করছি।

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।