পূর্ণজ্যোতি শিশু সদনে ব্রিজিং জেনারেশন পরিচালিত সমীরণ বড়ুয়া মেমোরিয়াল প্রভাতি বিদ্যালয়ের শিক্ষাবর্ষ সূচনা ও শিক্ষাসামগ্রী বিতরন।
তারিখ: ১৭-০১-২০২৫, শুক্রবার।
বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়িস্থ পূর্ণজ্যোতি শিশু সদনে ব্রিজিং জেনারেশনস্ পরিচালিত সমীরণ বড়ুয়া মেমোরিয়াল প্রভাতী বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষ সূচনা ও শিক্ষা সামগ্রী বিতরণ আজ ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ পূজনীয় ভিক্ষুসংঘ, সুধীজন, পর্ষদের সভ্যবৃন্দ, দায়ক-দায়িকা, অভিভাবক গ্রামবাসী, ব্রিজিং জেনারেশনস্ প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিতিতিতে সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তাগণ সমীরণ বড়ুয়া মহোদয়ের জীবন-কর্ম-অবদান শীর্ষক আলোচনা পূর্বক অপ্রতুল সুযোগ-সুবিধা, দুষ্কর জীবনযাপন প্রেক্ষিতে জীবিকা নির্বাহ করতে হিমশিম খাওয়া অঞ্চলের প্রজন্মদের শিক্ষাদানে এগিয়ে আসা, পৃষ্ঠপোষকতা ও সমাজ-জাতির উন্নয়নে কাজ করার জন্য ব্রজেন্দ্র-মল্লিকা ওয়েলফেয়ার ফাউন্ডেশন -এর সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকল্প পরিচিতি:
• প্রতিষ্ঠান: সমীরণ বড়ুয়া মেমোরিয়াল প্রভাতী বিদ্যালয়
• শিক্ষার্থী সংখ্যা ও শ্রেণী: ৫৫ জন, ১ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত
• শিক্ষক সংখ্যা: ২ জন (বসু চাকমা ও নিশান চাকমা)
• ঠিকানা: বাইন্যাছোলা মৈত্রী বিহার ও পূর্ণজ্যোতি শিশু সদন, বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা, বাংলাদেশ।
• পৃষ্ঠপোষক: ব্রজেন্দ্র-মল্লিকা ওয়েলফেয়ার ফাউন্ডেশন
• উদ্বোধন: শনিবার ২২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ
• শিক্ষা কার্যক্রম সূচনা: সোমবার ০১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
• পরিচালনায়: Bridging Generations
https://brigen.org/
Bridging Generations
0 comments:
Post a Comment
আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।