ব্যাপ্তি শ্রেয়সী বড়ুয়া পালকি’র জন্মদিন : সুখ বন্টন উৎসব, আহার-পানীয় দান, আলোক পূজা, পুণ্যদান
আজ ব্যাপ্তি শ্রেয়সী বড়ুয়া পালকি’র জন্মদিন, জন্মগ্রহণের ২ বৎসর পূর্ণতার শুভ অধ্যায়। কন্যার জন্মদিনের বিশেষ দিনটিতে দান-শীল-ভাবনা ত্রিবিধ কুশল কর্মপথ অনুশীলনের মধ্যদিয়ে ত্রিরত্নের আশীর্বাদ লাভ শুভ প্রত্যয়কে উপলক্ষ করে কানাডা-বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রে বুদ্ধপূজা, প্রার্থনা-পুণ্যদান, ভিক্খুসংঘকে আহার পূজা, সূত্রশ্রবণ; বাংলাদেশের খাগড়াছড়ি লক্ষীছড়িস্থ বাইন্যাছোলা পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম) -এ বুদ্ধপূজা, আলোক পূজা, প্রার্থনা, ভিক্খুসংঘকে দান, প্রজন্মদের কেক ও পুরোদিনের আহার দানে সুখ বন্টন উৎসব পুণ্য আয়োজন প্রকৃষ্টরূপে সম্পন্ন হয়।
গুণময় চর্চা, পুণ্যের সঞ্চয়ে দুহিতার জন্মদিন উদ্যাপন, বিশেষ দিনকে স্মৃতিস্মরণে ধারণ-বরণ, প্রশান্তি পূর্ণতায় প্রীতি অনুভব, আগামীর সম্ভাবনা-আলোক প্রজন্মের সাথে এমন সুখময় আয়োজনের জন্য বোধি পিতামাতা ও পরিবারের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা ও অবারিত পুণ্যদান জ্ঞাপন করছি।
• কুশল সম্পাদন, সুখ বণ্টন-আয়োজন।
• আহার, পানীয় দান, আলোক পূজা
• উপলক্ষ: ব্যাপ্তি শ্রেয়সী বড়ুয়া পালকি’র জন্মদিন
• আয়োজক: উপাসক বিপ্লব বড়ুয়া ও উপাসিকা মিলা বড়ুয়া (পিতামাতা), রাউজান, চট্টগ্রাম, (অভিভাসী- লাভাল, ক্যুবেক, কানাডা)।
• স্থান: পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম), বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।
• তারিখ: সোমবার ০৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুদ্ধানুভবে আলোকিত-বিকশিত হোক প্রজন্ম হৃদয়।
সতত-সর্বতঃ অপার শুভ প্রার্থনা-পুণ্যদান। শুভ জন্মদিন ব্যাপ্তি শ্রেয়সী বড়ুয়া পালকি।
0 comments:
Post a Comment
আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।