প্রয়াত সমীরণ বড়ুয়ার ১ম প্রয়ান বার্ষিকী উদযাপন- 2025
তারিখঃ ১৬/০৫/২০২৫ ইং শুক্রবার।
প্রয়াত সমীরণ বড়ুয়ার ১ম প্রয়ান বার্ষিকী।
প্রয়াত সমীরন বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় সমীরণ বড়ুয়ার প্রভাতী বিদ্যালয়ের উদ্যোগে জ্ঞানশ্রী_শাসনপ্রিয় প্রভাতি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সন্ধ্যায় নাস্তা বিতরণ ও প্রার্থনা ও পূণ্যদান করা হয়।
স্থানঃ সংঘরাজ শীলালংকার বিহার ও সাধনা কেন্দ্র)
🙏🌺🙏 যিনি এ অনুষ্টানের আয়োজন করেছেন- পরম পূজনীয় ধর্মালঙ্কার মহাথের, মন্ট্রিয়ল, কানাডা।
🙏🌺🙏 যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন- পরম পূজনীয় প্রজ্ঞাশ্রী থের, কানাডা।
☯️ আয়োজনের স্থানঃ পূর্ণজ্যোতি শিশু সদন, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।
🍀 আমি উপাসক সমীরন বড়ুয়ার প্রতি পূণ্যদান করছি- সাধু সাধু সাধু।
0 comments:
Post a Comment
আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।