Contact Form

Name

Email *

Message *

Saturday, June 14, 2025

শ্রীযুক্ত সমীরণ বড়ুয়া’র ১ম প্রয়াণবার্ষিকী পালন

শ্রীযুক্ত সমীরণ বড়ুয়া’র ১ম প্রয়াণবার্ষিকী পালন

১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ; 

 May be an image of 1 person and text that says "বিরজিং জেনারেশনস পরিচালিত ও ব্রজেন্দ্র মল্লিকা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে "সমীরণ বদূরা মেমোরিয়াল প্রভাতী বিদ্যালয়ের পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রমে)- শ্রীযুক্ত সমীরণ বদডয়ার ১ম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে- প্র্থনা পৃণ্যদান ও আহার দানের দুখ বন্টন উৎসব তারিখ: মে ১৬, ২০২৫ খ্রিস্টাব্দ শ্ীযুক সমীরণ বড়য়া CHSp সল MrER/Dam Wt/d บูซิท เงีอพ আয়োজক: তত্বাবধানে: ভদন্ত ধর্মালক্কার মহাথের, মক্টিয়ল, কানাডা এবং ভান্তে জ্ঞাতি পরিবারবর্গ। ভদন্ত প্রজ্ঞাশ্রী থের, (কানাডা), মির্জপুর, হাটহাজারী, চট্টগ্রাম। স্থান: পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম), বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।"

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ পোমরা গ্রামজাত শ্রদ্ধেয় ধর্মালঙ্কার মহাথের মহোদয়ের গৃহীজীবনের বড়ভাই সমাজকর্মী প্রয়াত শ্রীযুক্ত সমীরণ বড়ুয়া মহোদয়ের ১ম প্রয়াণবার্ষিকী। উক্ত দিনে সমীরণের পুণ্যস্মৃতি স্মরণ, প্রার্থনা-পুণ্যদান কল্পে “সমীরণ বড়ুয়া মেমোরিয়াল প্রভাতী বিদ্যালয়” -এর শিক্ষার্থী ও অনাথ আশ্রমের আবাসিকদের সাথে পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম), বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়িতে পুণ্যের সঞ্চয়ে জ্ঞাতির উদ্দেশ্যে পুণ্য নিবেদন
 

১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ; চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ পোমরা গ্রামজাত শ্রদ্ধেয় ধর্মালঙ্কার মহাথের মহোদয়ের গৃহীজীবনের বড়ভাই সমাজকর্মী প্রয়াত শ্রীযুক্ত সমীরণ বড়ুয়া মহোদয়ের ১ম প্রয়াণবার্ষিকী। উক্ত দিনে সমীরণের পুণ্যস্মৃতি স্মরণ, প্রার্থনা-পুণ্যদান কল্পে “সমীরণ বড়ুয়া মেমোরিয়াল প্রভাতী বিদ্যালয়” -এর শিক্ষার্থী ও অনাথ আশ্রমের আবাসিকদের সাথে পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম), বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়িতে আহার-পানীয় ও খাদ্যসামগ্রী দানে সুখ বণ্টন, কুশল-পুণ্য সম্পাদন কার্যক্রম পুণ্যসৌরভে সম্পন্ন হয়। একইসাথে সংঘরাজ ড. জ্ঞানশ্রী-শাসনপ্রিয় প্রভাতী বিদ্যালয়, জারুলছড়ি, লক্ষীছড়ি, খাগড়াছড়ি -এর শিক্ষার্থীদিগের সাথেও সুখ বণ্টন কার্যক্রম সম্পন্ন হয়।
 

প্রয়াণদিবসের বিশেষ দিনে এমন গুণময় চর্চার মধ্যদিয়ে প্রিয় সহোদরের নির্বাণ প্রার্থনা, প্রশান্তি পূর্ণতায় প্রীতি অনুভব, আগামীর আলোকবর্তিকা, প্রজন্মদের সাথে সুখময় উদ্‌যাপন কুশল চিন্তার প্রতিফলন ও পরিচয় বহন করে। তদ্ধেতু আয়োজক, দাতা ও পরিবারের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা ও অবারিত পুণ্যদান জ্ঞাপন করছি। 
 

❏ কুশল সম্পাদন, সুখ বণ্টন উৎসব
❏ আহার, পানীয়, খাদ্যসামগ্রী দান
❏ আলোক পূজা, প্রার্থনা-পুণ্যদান
❏ শ্রীযুক্ত সমীরণ বড়ুয়া’র ১ম প্রয়াণবার্ষিকী পালন
❏ আয়োজন (পিতামাতা): শ্রদ্ধেয় ধর্মালঙ্কার মহাথের মহোদয় ও গৃহী পরিবারের জ্ঞাতিবৃন্দ
❏ ব্যবস্থাপনায়: ব্রজেন্দ্র-মল্লিকা ওয়েলফেয়ার ফাউন্ডেশন
❏ স্থান: পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম), বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি ও
❏ সংঘরাজ ড. জ্ঞানশ্রী-শাসনপ্রিয় প্রভাতী বিদ্যালয়, জারুলছড়ি, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।
 

❏ তারিখ: ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ।

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।