Contact Form

Name

Email *

Message *

Thursday, January 8, 2026

পূর্ণজ্যোতি শিশু সদনে ২০২৬ শুরুতেই বেসিক কোচিং চলছে

পূর্ণজ্যোতি শিশু সদনে ২০২৬ শুরুতেই বেসিক কোচিং চলছে

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন লক্ষীছড়ি উপজেলায় বাইন্যাছোলা গ্রামের পূর্ণজোতি শিশ সদনে ২০২৬ শুরুতেই আবাসিক নিবাসীদের নিয়ে বেসিক কোচিং শুরু হয়েছে। প্রতিবছর এ কোচিং করা হয়ে থাকে। মুলত নিবাসীদের দক্ষতা ও প্রযুক্তির শিক্ষার উন্নয়নের জন্য এই উদ্যোগটি নেওয়া হয়ে থাকে। এ বছর আবাসিক নিবাসীদের বেসিক ইংলিশ লার্নিং, বেসিক কম্পিউটার শিক্ষা ও ধর্মীয় শিক্ষার ক্লাস করা হবে। প্রতিষ্টানের সর্বমোট নিবাসীর সংখ্যা ৬২ জন, তৎমধ্যে আবাসিত ৫২ জন ও অনাবাসিক ১০জন। শিক্ষক- শিক্ষিকা ২জন, তত্বাবধায়ক ১জন, বাবুর্চি ১ জন। 
ভদন্ত সুবর্ণ থের



প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে থাকবেন- পূর্ণজ্যোতি শিশু সদনের পরিচালক ভদন্ত সুবর্ণ থের, বিএ। তিনি বর্তমানে মানবিক সেবামুলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন।

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।