পূর্ণজ্যোতি শিশু সদনে ২০২৬ শুরুতেই বেসিক কোচিং চলছে

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন লক্ষীছড়ি উপজেলায় বাইন্যাছোলা গ্রামের পূর্ণজোতি শিশ সদনে ২০২৬ শুরুতেই আবাসিক নিবাসীদের নিয়ে বেসিক কোচিং শুরু হয়েছে। প্রতিবছর এ কোচিং করা হয়ে থাকে। মুলত নিবাসীদের দক্ষতা ও প্রযুক্তির শিক্ষার উন্নয়নের জন্য এই উদ্যোগটি নেওয়া হয়ে থাকে। এ বছর আবাসিক নিবাসীদের বেসিক ইংলিশ লার্নিং, বেসিক কম্পিউটার শিক্ষা ও ধর্মীয় শিক্ষার ক্লাস করা হবে। প্রতিষ্টানের সর্বমোট নিবাসীর সংখ্যা ৬২ জন, তৎমধ্যে আবাসিত ৫২ জন ও অনাবাসিক ১০জন। শিক্ষক- শিক্ষিকা ২জন, তত্বাবধায়ক ১জন, বাবুর্চি ১ জন।

প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে থাকবেন- পূর্ণজ্যোতি শিশু সদনের পরিচালক ভদন্ত সুবর্ণ থের, বিএ। তিনি বর্তমানে মানবিক সেবামুলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন।






0 comments:
Post a Comment
আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।