Contact Form

Name

Email *

Message *

Wednesday, August 10, 2022

শ্রাবণী পূর্ণিমার গুরুত্ব ও মৈত্রীময় শুভেচ্ছা।

শ্রাবণী পূর্ণিমা।। বাইন্যাছোলা মৈত্রী বিহার।



🌸 শ্রাবণী পূর্ণিমার মৈত্রীপূর্ণ শুভেচ্ছা


🌼 এ শ্রাবণী পূর্ণিমা দিনেই তথাগত বুদ্ধের পরিনির্বাণের ৩ মাস পরে মগধরাজ অজাতাশত্র'র পৃষ্ঠপোষকতায় অরহত মহাকশ্যপ স্থবিরের সভাপতিত্বে রাজগৃহের বেভার পর্বতের সপ্তপর্ণী গুহায় ৫০০শত অহরত ভিক্ষুর উপস্থিতিতে প্রথম বৌদ্ধ সংগীতি বা ভিক্ষু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমায় তিথিতে।


🌸 এ শ্রাবণী পূর্ণিমা দিনেই ভগবান বুদ্ধের প্রধান সেবক ধর্মভাণ্ডাগারিক, বহুশ্রুত ভদন্ত আনন্দ স্থবিরের অরহত্ব প্রাপ্তি হয়েছিল এবং ভিক্ষু সম্মেলনে যোগদান করেছিলেন। 


💮 এ শ্রাবণী পূর্ণিমা দিনেই ভগবান মহাকারুণিক তথাগত বুদ্ধ কোশলরাজ প্রসেনজিতের রাজ পুরোহিত ভার্গব পুত্র ভয়ঙ্কর নর হন্তাকারী অঙ্গুলিমালকে জালিবনে স্বীয় ঋদ্ধি শক্তির প্রভাবে ও অহিংস পথে দমন করে ধর্মদীক্ষা দিয়েছিলেন।

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।