Contact Form

Name

Email *

Message *

Monday, August 29, 2022

স্বদ্ধায় দানং দেতি! দেখুন শ্রদ্ধা কি?



 'সদ্ধায় তরতি ওঘং' অর্থাৎ শ্রদ্ধায় ভব বা সংসার সাগর অতিক্রম করা সম্ভব। বোধিসত্ত্বের বুদ্ধত্ব প্রার্থনার পর হতে বুদ্ধ হবার অবিকল শ্রদ্ধা ছিল বলে তিনি সম্যক সম্বুদ্ধ হয়েছেন। শ্রদ্ধা কি জিনিস? কর্ম ও কর্মফলের প্রতি আস্থা রাখা, চারি আর্যসত্যকে অনুপুঙ্খ জানার প্রবল ইচ্ছা, আর্য অষ্টাঙ্গিক মার্গকে অনুশীলন করার ইচ্ছা, প্রতিত্যসমুৎপাদ নীতিকে জানবার ইচ্ছা, ধর্মশ্রবণ করবার ইচ্ছার নামই শ্রদ্ধা। বৌদ্ধধর্মে শ্রদ্ধা বা বিশ্বাস হল বুদ্ধের শিক্ষা অনুশীলনের একটি নির্মল, বিশুদ্ধ প্রতিশ্রুতি এবং বুদ্ধ ও বোধিসত্ত্বের মতো বিকাশমান আলোকিত পুরুষের প্রতি আস্থা রাখা।

এই শ্রদ্ধা চার রকমের - 

ক) আগম শ্রদ্ধা- ভিক্ষুসংঘ, দীন-যাচকদের সেবা ও উপকার করার ইচ্ছাকে আগম শ্রদ্ধা বলা হয়, 

খ) অধিগম শ্রদ্ধা- লোকোত্তর ধর্মকে আয়ত্বকারী আর্যশ্রাবকগণের(স্রোতাপত্তি, সকৃদাগামি, অনাগামী ও অর্হৎ) মধ্যে যে শ্রদ্ধা সেটাই অধিগম শ্রদ্ধা, 

গ) অবকপ্পন শ্রদ্ধা- বুদ্ধ, ধর্ম ও সংঘ উচ্চারণ শুনে যার চিত্তে শ্রদ্ধা উদ্রেক হয় সেটাই অনকপ্পন শ্রদ্ধা, 

ঘ) পসাধ শ্রদ্ধা- চিত্তে যে প্রসন্নতা উৎপাদন করে সেটাই পসাধ শ্রদ্ধা। 

* একজন শিক্ষার্থি হিসেবে তাকে অধ্যয়ন/পড়াশোনার প্রতি শ্রদ্ধা থাকতে হবে না হয় সে বিদ্যার্জনে সফল হতে পারবে না, 

* একজন ব্যবসায়ি তার যদি ব্যবসার প্রতি শ্রদ্ধা না থাকে সে ব্যবসায় সফল হতে ব্যর্থ, 

* একজন কৃষক সে যদি কৃষিকাজের প্রতি শ্রদ্ধা না থাকে সে কৃষিকর্মে সফল হতে পারবে না,

* একজন গৃহী সে যদি গৃহকর্ম এবং স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা না থাকে সেই সাংসারিক জীবনে ব্যর্থ, 

* একজন গবেষক, বিজ্ঞানী সে যদি শ্রদ্ধা ছাড়া গবেষণায় প্রবেশ করে শতভাগ সফল হতে পারবে না,  

* একজন সাধক তার যদি সাধনাকর্মের প্রতি শ্রদ্ধা না থাকে তিনি অভীষ্ট লক্ষ্য পৌছতে ব্যর্থ। 

এজন্য প্রতিটি চিন্তনে, কর্মে শ্রদ্ধা রেখে কাজ করতে হয়। সেই ছাত্র, শিক্ষক, ব্যবসায়ি, গবেষক, সাধক.... যেই হোক। সকলের অন্তরে শ্রদ্ধাবীজ উদয় হোক।

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।