Contact Form

Name

Email *

Message *

Monday, August 29, 2022

এক ধার্মিক ব্রাম্মণ আর যুবকের সেদিন কি হয়েছিল।


বারানসি রাজ্যে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন।ব্রাহ্মণ বিবিধ শাস্ত্রে যেমন সুপণ্ডিত তেমনি তাঁদেরই ঘরে একদিন  জন্ম নিলেন ভাবিবুদ্ধ মহাপূণ্যবান বোধিসত্ত্ব।দেবপুত্রের মতো দিব্য সৌন্দর্যের অধিকারী  এই সন্তান, কেবল  মনোহর আচার ব্যবহারে নহে পিতার মতো সর্ব শাস্ত্রে পারদর্শীতায় তদঞ্চলে সকলের হৃদয় জয় করে নিয়েছিলেন খুব অল্প সময়েই।দাস--দাসী সহ সেই পরিবারে মোট সদস্য সংখ্যাছিল ৬ জন।

🌿 ব্রাহ্মণ তাদের সবাইকে নিয়ে নিয়মিত মরণানুস্মৃতি ভাবনায় রত হতেন।ফলে পরিবারের সকলের আচার নিষ্টা শুচিতা শুভ্রতায় পরিবারের সমগ্র বারণসীতে  অসংখ্য নক্ষত্র মাঝে পূর্ণচন্দ্রের  মতোই পরিদৃষ্ট হতো।কৃষিজীবি এই ব্রাহ্মণ একদিন জঙ্গলের পাশে স্বজমিতে চাষ করতে গিয়ে সেই একমাত্র সন্তানকে জঙ্গল পরিস্কারের কাজে লাগলেন।

🌱 ঘোরতর বিষধর এক সাপ হটাৎ দংশন করলো সেই ব্রাহ্মণ সন্তানকে।চিৎকার দিয়ে ভুমিতে লুটিয়ে পড়লেন তিনি। পিতা ছুটে আসলেন;কিন্তু শত চেষ্টাতেও সন্তানের জীবন রক্ষা হলো না।ব্রাহ্মণ, সন্তানকে এক বৃক্ষতলে শুইয়ে রেখে ঘরে সংবাদ দিলেন শুধু একজনের পরিমাণ আহার নিয়ে পরিবারের সবাই আহার করে যেন মাঠে আসে।

🌸 তা--ই--হলো। একমাত্র সন্তানের মৃত দেহ দেখে কারো চোখে জল এলো না।যথা--নিয়মেই সবাই চিতা সজ্জিত করে সন্তানের চিতায় অগ্নি সংযোগ করে পাশে বসে অনিত্য আর মরাণানুস্মৃতি ভাবনায় মনোনিবেশ করলেন। এদিকে ব্রাহ্মণ পুত্র মরণের পর উৎপন্ন হলেন স্বর্গের দেবরাজ  ইন্দ্র হয়ে।

🌿 তিনি স্বচক্ষেই দেখলেন নিজের মৃতদেহ এবং মাতা--পিতাদি প্রিয়জনদের প্রজ্জলিত শ্মশানের পাশে।তখন তিনি সেখানে উপস্তিত হলেন এক ক্ষুধার্ত ব্যাধের বেশে। দূর হতে উচ্চস্বরে এই বলে ক্রমে সকলের     নিকটবর্তী হলেন--আমি অনাহারে সারাদিন ঘুরে ঘুরে কোন শিকার পাইনি।

🌱 দয়াবানেরা ! আপনারাতো মৃগের মাংস পোড়াচ্ছেন। আমি খুবই ক্ষুদার্ত। ওখান থেকে আমাকে কিছু দিন।ব্রাহ্মণ বললেন; ভাই!  এ তো মৃগের মাংস নয়,আমার একমাত্র যুবক পুত্রই মারাগেছে।তার দেহ সৎকার করছি। 

🍃 না,না,। আপনারা আমাকে মাংস না দেয়ার জন্যে মিথ্যা বলেছেন।যদি আপন সন্তানই হতো, কান্নার রোল পড়ে যেতো।অতচ,কারো চোখেই তো এক ফোটা জলও দেখছিনা।ব্রাহ্মণ বললেন, সর্প যেমন জীর্ণ খোলস ত্যাগ করে চলে যায়;আমাদের  পুত্র ও ঠিক তেমনি এদেহ ত্যাগ করে চলে গেছে।

🌱 বিনা আহবানে সে আমাদের কাছে এসে আবার স্বেচ্ছায় চলে গেছে।হাজার ক্রদন করলে ও সন্তান আর ফিরে আসবে না।অতএব মৃত সন্তানের জন্য ক্রদন করে লাভ কি?

🌿 যুবকের পত্নী  বললেন মাতৃক্রোড়ের শিশু যেমন চন্দ্রকে পাওয়ার জন্য ক্রন্দন করলেও তা পাওয়া কখনো সম্ভব নহে;তেমনি এই মৃত স্বামীর জন্যে হাজার ক্রন্দন করলেও তা বোকামী ছাড়া আর কিছুই নহে।

🍀 যেই মরাণভীতি সকলকে  সর্বদাভীত সন্ত্রস্ত করে, মরাণনুস্মৃতি ভাবনাময় জ্ঞান তাদেরকে এমনই শোক সন্তাপ মুক্ত হওয়ার জ্ঞান ও শক্তি দান করে থাকে।

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।