Contact Form

Name

Email *

Message *

Wednesday, February 22, 2023

তথাগতের অকালমৃত্যু হতে পারে না

 তথাগতের অকালমৃত্যু হতে পারে না


#সংঘভেদক_স্কন্ড_চূলবর্গ।

💅 ভিক্ষুগণ শুনলেন, দেবদত্ত ভগবানকে হত্যা করার কার্যে প্রবৃত্ত হয়েছে। তখন তাঁরা ভগবানকে রক্ষা করার এবং আবরণ গুপ্ত রাখার জন্য বিহারের চারদিকে উচ্চশব্দে-মহাশব্দে সূত্রাবৃত্তি করতে করতে পায়চারি করতে লাগলেন। ভগবান উচ্চশব্দে-মহাশব্দে আবৃতির শব্দ শুনলেন। তখন ভগবান আনন্দকে ডেকে বললেন, আনন্দ, এ কীসের উচ্চশব্দে-মহাশব্দে সূত্রাবৃত্তির শব্দ?


💅 ভন্তে, ভিক্ষুগণ শুনেছেন দেবদত্ত ভগবানকে হত্যায় প্রবৃত্ত হয়েছে। তাঁরা ভগবানের বিহারের চারপাশে পায়চারি করে উচ্চশব্দে-মহাশব্দে সূত্রাবৃত্তি করে ভগবানকে রক্ষাবরণ কাজে নিরত হয়েছেন। তারই উচ্চশব্দ-মহাশব্দ, সূত্রাবৃত্তির শব্দ।


💅 আনন্দ তা হলে আমার আদেশে উক্ত ভিক্ষুগণকে বলো, বুদ্ধ আপনাদের ডাকছেন। ‘তা-ই হবে’ বলে আনন্দ ভগবানকে প্রত্যুত্তরে সম্মতি জানিয়ে সেই ভিক্ষুদের কাছে উপস্থিত হয়ে তাঁদের বললেন, বুদ্ধ আয়ুষ্মানগণকে ডাকছেন। ‘ঠিক আছে, বন্ধু’ বলে তাঁরা আনন্দকে প্রত্যুত্তরে সম্মতি জানিয়ে ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে বন্দনা করে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণকে ভগবান বললেন, 

                     💅 ভিক্ষুগণ, এর কোনো স্থান নেই, এর কোনো সম্ভাবনা নেই যে, অপরের প্রচেষ্টায় তথাগতের জীবননাশ হবে। ভিক্ষুগণ, তথাগত অন্যের প্রচেষ্টা ছাড়া স্বয়ং পরিনির্বাণ লাভ করেন। ভিক্ষুগণ, তোমরা নিজ নিজ বিহারে চলে যাও, তথাগতকে রক্ষার প্রয়োজন নেই। 


 _____[সব্বে সত্তা সুখীতা হোন্তু]____

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।