Contact Form

Name

Email *

Message *

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, August 29, 2022

একুশে পদক প্রাপ্ত, শ্রদ্ধেয় ভান্তে!

🌱 একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত জ্যোতিঃপাল মহাথের স্মরণেএই উপমহাদেশে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এ বঙ্গভূমিতে বাঙালির সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতি, কৃষ্টি, ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করে দেশে- বহির্বিশ্বে শান্তির নির্মল সুবাতাস ছড়িয়ে অসামান্য অবদান রেখেছেন- তাঁদের মধ্যে বিশ্বনাগরিক,...

স্বদ্ধায় দানং দেতি! দেখুন শ্রদ্ধা কি?

 'সদ্ধায় তরতি ওঘং' অর্থাৎ শ্রদ্ধায় ভব বা সংসার সাগর অতিক্রম করা সম্ভব। বোধিসত্ত্বের বুদ্ধত্ব প্রার্থনার পর হতে বুদ্ধ হবার অবিকল শ্রদ্ধা ছিল বলে তিনি সম্যক সম্বুদ্ধ হয়েছেন। শ্রদ্ধা কি জিনিস? কর্ম ও কর্মফলের প্রতি আস্থা রাখা, চারি আর্যসত্যকে অনুপুঙ্খ জানার প্রবল ইচ্ছা, আর্য...

এক ধার্মিক ব্রাম্মণ আর যুবকের সেদিন কি হয়েছিল।

বারানসি রাজ্যে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন।ব্রাহ্মণ বিবিধ শাস্ত্রে যেমন সুপণ্ডিত তেমনি তাঁদেরই ঘরে একদিন  জন্ম নিলেন ভাবিবুদ্ধ মহাপূণ্যবান বোধিসত্ত্ব।দেবপুত্রের মতো দিব্য সৌন্দর্যের অধিকারী  এই সন্তান, কেবল  মনোহর আচার ব্যবহারে নহে পিতার মতো সর্ব শাস্ত্রে পারদর্শীতায়...

Friday, August 19, 2022

পূর্ণজ্যোতি শিশু সদনে অরস্থানরত নিবাসীদের পড়াশুনা চলছে।

 আজ ২০-০৮-২০২২ খ্রীঃ রোজঃ শনিবার। অবস্থানরত নিবাসীদের পড়াশুনা চলছে। তবে দুঃস্বহ দিন সন্নিকটে। নিত্যপন্য দাম বৃদ্ধি হওয়ায় প্রতিটি  এতিমখানা আর্থিক সংকটে পড়তে পারে। বিকল্প ভাবনা করার চেষ্টা অব্যা...

আজ গুইমারা ধর্মমিত্র বৌদ্ধ বিহারে অষ্টমি তিথি উপলক্ষে সংঘ দান ও অষ্টপরিষ্কার দান

 আজ ১৯.০৮.২০২২ খ্রি তারিখে ধর্মমিত্র বৌদ্ধ বিহারে (গুইমারা- ছোট পিলাক) অষ্টমী তিথি উপলক্ষে সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সহ সমাবেত প্রার্থনা করা হয়। মুলত এদিনটিকে উপলক্ষ করে মাটিরাংগা শাখার ভিক্ষুসংঘগণের বিনয় কর্ম সম্পাদন করা হয়। এহেন পুন্যক্ষণ মুহুর্তকে উপলক্ষ করে ঐ বিহারের...

Sunday, August 14, 2022

পূর্ণজ্যোতি শিশু সদনে শোক দিবস উদযাপন। লক্ষীছড়ি, খাগড়াছড়ি।

 পূর্ণজ্যোতি শিশু সদনে শোক দিবসে উদযাপন। লক্ষীছড়ি, খাগড়াছড়ি।🇧🇩 মহাণ নেতার প্রতি গভীর সমবেদনা।🇧🇩 তুমি রবে কোটি মানুষের হৃদয়ে।__________আজ জাতির শোক দিবস। জাতির পিতার প্রতি শোক দিবসের উপলক্ষে পূর্ণজ্যোতি শিশু সদনের নিবাসী এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষকদের নিয়ে সমাবেত ...

Wednesday, August 10, 2022

শ্রাবণী পূর্ণিমার গুরুত্ব ও মৈত্রীময় শুভেচ্ছা।

শ্রাবণী পূর্ণিমা।। বাইন্যাছোলা মৈত্রী বিহার।🌸 শ্রাবণী পূর্ণিমার মৈত্রীপূর্ণ শুভেচ্ছা🌼 এ শ্রাবণী পূর্ণিমা দিনেই তথাগত বুদ্ধের পরিনির্বাণের ৩ মাস পরে মগধরাজ অজাতাশত্র'র পৃষ্ঠপোষকতায় অরহত মহাকশ্যপ স্থবিরের সভাপতিত্বে রাজগৃহের বেভার পর্বতের সপ্তপর্ণী গুহায় ৫০০শত অহরত ভিক্ষুর উপস্থিতিতে...

Thursday, August 4, 2022

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম) উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ২০২২ খ্রিঃ➡️ পূর্ণজ্যোতি শিশু সদনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়। উল্লেখ্য- শিক্ষার্থীদের...

Wednesday, July 27, 2022

স্বর্গ কিংবা নরক আছে কি? 🙏বনভান্তে🙏

 স্বর্গ-নরক আছে কি নেই,,এক সময় পূজ্য বনভান্তে নিজ আবাসিক ভবনে অবস্থান করছিলেন। সেই সময় শ্রদ্ধেয় বনভান্তের জনৈক বিশিষ্ট উপাসক এক প্রশ্নের সমাধানের জন্য বন বিহারে উপস্থিত হয়েছেন। শ্রদ্ধা জ্ঞাপনান্তে তিনি বলেন, ভান্তে, স্বর্গ-নরক আছে কি নেই? অনুগ্রহ পূর্বক আমাকে বুঝিয়ে বললে...

ভারতীয় সংঘরাজ পণ্ডিত ধর্মাধার মহাথেরকে স্মরণ —————————————————————- আজ তাঁর ১২১তম জন্ম বার্ষিকী।

ভারতীয় সংঘরাজ পণ্ডিত ধর্মাধার মহাথেরকে স্মরণ করছি।আজ তাঁর ১২১তম জন্ম বার্ষিকী। এ ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম ২৭ জুলাই ১৯০১খ্রি. চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামে । পিতা হরচন্দ্র বড়ুয়া ও মাতা প্রাণেশ্বরী দেবী। তিনি ১৯১৪ খ্রি. ২৬ জুন পিতার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে...

Tuesday, July 26, 2022

☸️ ত্রৈ-মাসিক বর্ষাবাস'র তৃতীয় উপোসথ ☸️ (আগামীকাল) 💠 ২৫৬৬ বুদ্ধাব্দের ত্রৈমাসিক বর্ষাবাসের তৃতীয় উপোসথ শুভ অমাবস্যা তিথি, ২৭ জুলাই ২০২২, রোজঃ বুধবার। 🔰 মানুষের জন্য যা কল্যাণকর তাহাই ধর্ম। যে ধর্ম পালন করতে গিয়ে মানুষের অকল্যাণ করিতে হয়, তাহা ধর্মের কুসংস্কার মাত্র। মানুষের জন্য ধর্ম। ধর্মের জন্য মানুষ নয়। - (গৌতম বুদ্ধ)

 ☸️ ত্রৈ-মাসিক বর্ষাবাস'র তৃতীয় উপোসথ ☸                     (আগামীকাল)💠 ২৫৬৬ বুদ্ধাব্দের ত্রৈমাসিক বর্ষাবাসের তৃতীয় উপোসথ শুভ অমাবস্যা তিথি, ২৭ জুলাই ২০২২, রোজঃ বুধবার।🔰 মানুষের জন্য যা কল্যাণকর তাহাই ধর্ম। যে ধর্ম...

Sunday, July 24, 2022

বুদ্ধ ও কাশি ভারদ্বাজ ব্রাম্মণ- বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহার।

🌸 বুদ্ধ ও কাসি ভারদ্বাজ ব্রাহ্মণ 🏵️ বুদ্ধ কিরুপ কৃষক ছিলেন 🍂 মগধরাজ্য দক্ষিণগিরি একনালা নামক গ্রামে তথাগত বুদ্ধ বাস করতেন। সেই সময় গ্রামের কাসি ভারদ্বাজ ব্রাহ্মণ তার কৃষিজমিতে পাঁচশত লাঙ্গলের মাধ্যমে বৃষজোড়া দিয়ে হালচাষ করতেছিলেন। 🍂 সেদিন বুদ্ধ ঠিক চাষীদের...

Saturday, July 16, 2022

বৃক্ষ তোমার নাম কি

 🎋হে বৃক্ষ তুমি!🍂 জীবনের শ্বাস দাও তুমি🍂 শুরু থেকে শেষ🍂 মানবের তরে তুমি🍂 করে যাও জীবন দান।🍂 আজি তোমার থেকে🍂 শিক্ষা নিয়ে🍂 অভাগা এ মানবকূল🍂 হয় না কেন তোমা সম🍂 প্রত‌্যুপকার না চেয়ে🍂 পরোপকার করুক সব...

Wednesday, July 13, 2022

শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও বর্ষাবাসিক চীবর দান

বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও বর্ষাবাসিক চীবর দান।অদ্য ১৩-০৭-২০২২খ্রীঃ রোজ বুধবার বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও বর্ষাবাসিক চীবর দান করা হয়। এ মহতী পূণ্য অনুষ্টানে স্বধর্ম দায়ক দায়িকাগণ সমাবেত প্রার্থনায় অংশগ্রহন ও ভিক্ষু...

Sunday, July 10, 2022

পূর্ণজ্যোতি শিশু সদন হতে শিক্ষা সফর ২০২২খ্রীঃ

পূর্ণজ্যোতি শিশু সদন হতে শিক্ষা সফর ২০২২খ্রীঃ, বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।গত ০৭-০৭-২০২২খ্রীঃ তারিখে মাধ্যমিকে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে পূর্ণজ্যোতি শিশু সদনের উদ্যোগে একটি শিক্ষা সফর করা হয়। এসময় শিক্ষকবৃন্দ সহ সকলে উৎসব মুখর পরিবেশে পরিনত হয়। উল্লেখ্য, অত্র পূর্ণজ্যোতি...

Monday, June 27, 2022

পূর্ণজ্যোতি শিশু সদনের উদ্যোগে শিক্ষা সফর ২০২২ খ্রীঃ

 _________ শিক্ষা সফর ২০২২খ্রীঃ আসছে আগামী ০৭-০৭-২০২২ খ্রীঃ মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। ঐ শিক্ষা সফরের যাবতীয় খরচ পূর্ণজ্যোতি শিশু সদনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য যে, বাইন্যাছোলা যুব কমিটি ও পূর্ণজ্যোতি...

মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় " পূর্ণজ্যোতি শিশু সদন পরিদর্শন করেন। বিস্তারিত দেখুন-

 আজ ২৭-০৬-২০২২খ্রীঃ রোজ সোমবার, মাননীয় লক্ষীছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় পূর্ণজ্যোতি শিশু সদনে পরিদর্শনে আছেন। সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সহ অত্র সাধনা যাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নন্দী কুমার চাকমা। এ সময় পূর্ণজ্যোতি...

Thursday, June 23, 2022

পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম)

 বিনামূল্যে  পড়াশুনা চলছে- ২০২২ খ্রিঃবাইন্যাছোলা যুব কমিটি ও পূর্ণজ্যোতি শিশু সদনের উদ্যেগে অত্র এলাকার গরীব,অসহায় ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে বিনা খরচে পড়াশুনা ব্যবস্তা করা হয়েছে। এতে নতুন প্রজন্মের শিশুরা শিক্ষামুখী হবে বলে আশা করা ...

Wednesday, January 19, 2022

গরীব, অসহায় অবহেলিত শিশুদের গড়ার প্রত্যয়ে পূর্নজ্যোতি শিশু সদন

 পার্বত্য চট্টগ্রামে অবহেলিত শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে পূর্ণজ্যোতি শিশু সদন নিশ্বর্তভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে যথারীতি ৫২ জন নিবাসী রয়েছে। তাদের পড়াশুনার জন্য এক জন টিউটর শিক্ষক নিয়োগ রয়েছে। বর্তমানে উপজেলা সমাজ সেবা অত্র প্রতিস্টানটিকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে...

Tuesday, January 18, 2022

শীত কম্বল বিতরন

 আজ ১৮ই জানুয়ারী মাননীয় উপজেলা নিবার্হী কর্মকর্তা পূণজ্যোতি শিশু সদনের এতিম নিবাসীদের ৫০টি শীত কম্বল উপহার দেন। প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক ভদন্ত সুবর্ণ ভিক্ষু ও উপজেলা সমাজ সেবা কর্ম কর্তা মহোদয় সহ বন কর্মকর্তা সাথে উপস্থিত ছিলেন। নির্বাহী কর্ম কর্তা মহোদয় প্রতিষ্ঠানের...

পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম)

পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম)আজ সোমবার। পূর্ণজ্যোতি শিশু সদনে আকস্মিক ভাবে পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্ম কর্তা ও বন কর্মকর্তা আব্দুল গাফপার মহোদয়। পরিদর্শন কালে সব কিছু উন্নতি দেখায় আগামীতে আরো সফলতা কামনা করেন।&nb...